আমাদের কলেজের ইতিহাস ঐতিহ্য

প্রেক্ষাপট ১৯৮৯, সময়টা ততটা অনুকুলে ছিল না নারী শিক্ষার জন্য। প্রতিকুল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনপদটি এগিয়ে নেয়ার নিরন্তর প্রয়াস। সারাক্ষণ চিন্তার জগতে শুধু একটাই ভাবনা, কিভাবে নাগরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলায় পিছিয়ে পড়া মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারি। সেই ভাবনা থেকেই ১৯৮৯ সালে সতীশ চন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া পরিত্যাক্ত ৫.৮১ একর ভূমি ও অবকাঠামোর উপর নাগরপুর মহিলা কলেজটি সুনামধন্য শিক্ষানুরাগি সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সাবেক প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান মহোদয়ের সহধর্মিনী সাবিহা সুলতানা শাম্মী খান। নানা প্রতিকুলতার মধ্যদিয়ে তিনি ১৯৯৩ সালে ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসকল গুণীজনদের- যারা এই কলেজ প্রতিষ্ঠায় অবদান রেখে গেছেন এবং মেধা, মনন ও শ্রমদিয়ে সহযোগিতা করেছেন । তাঁদের দেখানো পথে এবং ধারাবাহিক দক্ষ নেতৃত্বের কারণে কলেজটি আজ স্ব-মহিমায় আলো ছড়িয়ে নাগরপুরের গন্ডি পেড়িয়ে টাঙ্গাইল জেলায় স্থান করে নিয়েছে। কালের ধারাবাহিকতায় যুগের চাহিদা অনুযায়ী কলেজটিতে উচ্চ শিক্ষার জন্য চালু রয়েছে- এইচএসসি (জেনারেল), এইচএসসি (বিএমটি), স্নাতক পাস এবং স্নাতক সম্মান কোর্স। অপরদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত নাগরপুর মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে (১৩১) এইচএসসি, বিএ/বিএসএস ও বিবিএস প্রোগ্রাম চালু রয়েছে।

Copyright © নাগরপুর মহিলা কলেজ All rights reserved | Developed By Jamuna IT