প্রেক্ষাপট ১৯৮৯, সময়টা ততটা অনুকুলে ছিল না নারী শিক্ষার জন্য। প্রতিকুল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনপদটি এগিয়ে নেয়ার নিরন্তর প্রয়াস। সারাক্ষণ চিন্তার জগতে শুধু একটাই ভাবনা, কিভাবে নাগরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলায় পিছিয়ে পড়া মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারি। সেই ভাবনা থেকেই ১৯৮৯ সালে সতীশ চন্দ্র রায় বাহাদুরের রেখে যাওয়া পরিত্যাক্ত ৫.৮১ একর ভূমি ও অবকাঠামোর উপর নাগরপুর মহিলা কলেজটি সুনামধন্য শিক্ষানুরাগি সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ...
আরও পড়ুন...শিক্ষা আমাদের জাতির উন্নতির মাধ্যম, জ্ঞানের আলোকে পথ প্রদর্শন করে। সবাইকে শিক্ষার দিকে প্রতিবদ্ধ হতে এবং শিক্ষার মূল্যায়ন করতে আমরা আমাদের সমর্থন প্রদান করি। আসুন সবাই একসাথে শিক্ষার সাথে জুড়ে আগাই জাতির উন্নতির পথে।